ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণায় শিকার প্রবাসীরা,বাংলাদেশ থেকে পর্তুগালে বিশেষ ফ্লাইট।

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
জুলাই ২৫, ২০২০ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

করোনার দুর্যোগকালীন সময়ের পূর্বে ইউরোপের দেশ পর্তুগাল থেকে দেশে ছুটিতে আসা বাংলাদেশের প্রবাসীদের মধ্যে সে দেশে পুণরায় ফিরে যেতে আশার আলো দেখা যাচ্ছে। জানা যায়, করোনার দুর্যোগকালীন সময়ের পূর্বে কয়েক হাজার পর্তুগাল প্রবাসী দেশে ছুটিতে আসেন। কিন্তু করোনার সংক্রমনের কারনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় যথাসময়ে কর্মস্থলে ফিরে যেতে পারেন নি। যার কারনে অনেকের কার্ড, পাসপোর্ট, ফ্যামিলি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, এতে অনেক পর্তুগাল প্রবাসীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তবে আশার আলো হচ্ছে গত কয়েকদিন পূর্বে বাংলাদেশ এম্বেসি পর্তুগালের সহায়তায় একটি বিশেষ ফ্লাইট বেশ কিছু পর্তুগাল প্রবাসী সেদেশে যেতে সক্ষম হন। আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে পর্তুগাল এর উদ্দেশ্য আরো একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স/ অথবা ইউএস বাংলা। কিন্তু অনেক পর্তুগাল প্রবাসীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে পর্তুগালে বিশেষ ফ্লাইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র পর্তুগাল প্রবাসীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নানা ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা বাংলাদেশ পর্তুগালে বিশেষ ফ্লাইট হবে না, পর্তুগালে যেতে হলে তাদের সাথে যোগাযোগ এবং টিকেট বাবদ ১ লক্ষ ৩০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত তাদের দিলে তারা বাংলাদেশের কিছু ট্রাভেলস্ এজেন্সির মাধ্যমে কাতার ও তার্কিস এয়ারলাইন্স এর মাধ্যমে পর্তুগালে যেতে টিকেটের ব্যবস্থা করে দিবে বলে পর্তুগাল প্রবাসীদের সাথে প্রতারণায় লিপ্ত হয়েছে। এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল দেশের বাংলাদেশের দূতাবাস থেকে করোনা দুর্যোগকালীন সময়ে বাংলাদেশে ছুটিতে আসা ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীদের সাবধান করা হচ্ছে। পর্তুগাল যেতে যারা টিকেট সহ সবকিছু ব্যবস্থা করে দিবে বলে প্রতারণা করে যাচ্ছে তাদের মধ্যে ‘ঢাকা-লিসবনে সেকেন্ড ফ্লাইট’ নামে হোয়াটসঅ্যাপ এর গ্রুপটি অন্যতম।
পর্তুগালের অনেক ট্রাভেলস্ এজেন্সির সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে হলে ফ্লাইটে টিকেট ৮০/৯০ হাজার টাকা খরচ হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা করে পর্তুগাল প্রবাসীদের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা দাবী করছে। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পর্তুগাল প্রবাসীরা সেখানকার বাংলাদেশ এ্যাম্বেসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা যাতে পর্তুগালে দ্রুত ফিরতে পারেন এই ব্যাপারেও দূতাবাসকে এগিয়ে আসার আহ্বান জানান।