ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে জমে উঠেছে কুরবানী গরুর হাট

জিল্লুর রাহমান শাকির
জুলাই ২৫, ২০২০ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জকিগঞ্জ থানার বারহাল ইউনিয়নের ঘাটের বাজার( নুরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে-সরকার অনুমোদিত) চলছে এক বিরাট কোরবানীর পশুর হাট।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে শতশত ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। জানা যায়,জকিগঞ্জ থানার বাহরহাল ইউনিয়নের নূরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৪-০৭-২০ তারিখ হতে প্রতিদিন হাট বসছে। শুক্রবার দুপুর হতেই জকিগঞ্জ কানাইঘাটের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতা আসতে থাকেন। বিকাল ৩ টা বাজতে বাজতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বিভিন্ন জায়গা থেকে আসা একাধিক গরুর বিক্রেতারা জানান ঘাটের বাজার গরুর হাট অনেক ভালো, এখানে কোন দালাল নাই, নাই কোন ছিনতাইকারী। নির্বিঘ্নে গরু ক্রয় বিক্রয় করছে সবাই। তবে জায়গা সঙ্কট হওয়ায় আশেপাশের এলাকায় ক্রয় বিক্রয় চলছে।

অত্র এলাকার বারবারের নির্বাচিত জনপ্রতিনিধি জনাব সুমন আহমদ চৌধুরী জানান, গরুর হাটে কোন চাঁদাবাজি নাই, কোন ধরনের অপরাধ নাই। মানুষদের দালালের খপ্পরে পড়ার সুযোগও নাই। নির্বিঘ্নে ক্রয় বিক্রয় করতে পারছেন ক্রেতাগণ।জনসাধারণের নিরাপত্তার জন্য হাট কর্তৃপক্ষও সজাগ রয়েছে বলেও জানান তিনি।