কভিড ১৯ এর কারনে গত মার্চ থেকে শুরু হয় লকডাউন, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্তুগালের অবস্থা ছিল বেশ ভালো। এ ব্যাপারে পর্তুগীজ সরকার এবং প্রশাসন বেশ শক্ত অবস্থানে ছিলেন।
বিপরীত দিকে দীর্ঘদিন লকডাউন এর ফলে বেকারত্বের হার খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে, এতে বেশ ক্ষতিগ্রস্হ হয় ব্যাবসায়ী এবং বিদেশী নাগরিকরা, ফলে টুরিস্ট নির্ভরশীল দেশ পুরো পর্তুগালে নেমে আসে বিপর্যস্থ্য।
এছাড়া লকডাউনের কারনে সরকারি সব ধরনের কাজ কর্ম দীর্ঘ দিন স্হগিত রাখা হয়, ফলে অনেক প্রবাসীরা সঠিক সময়ে কার্ড রিনিউ করতে বাধাগ্রস্হ হোন কিন্তু অত্যন্ত খুশির খবর হচ্ছে, আজ থেকে নতুন নিয়ম যা করা হয়েছিল কিছু দিন আগে, অনলাইনে রেসিডেন্স কার্ড রিনিউ প্রসেসিং শুরু হয়েছে।
যাদের সবকিছু ঠিক আছে তারা নিজে নিজে অনলাইনে ঘরে বসেই সঠিক পদ্ধতি অবলম্বন করে,নির্দিষ্ট ফিস পরিশোধ এর মাধ্যমে খুব সহজেই কার্ড রিনিউ করতে পারবে।