বৃহত্তর সিলেটের একমাত্র বেসরকারি কৃষি প্রযুক্তি ইনষ্টিটিউট “জৈন্তাপুর তৈয়ব আলী কৃষি কলেজ” বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ০৩/০৬/২০২০ ইং মোতাবেক ছয় সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয় উপজেলা কৃষি অফিসার জনাব ফারুক হোসাইন কে এবং “শিক্ষাবিদ সদস্য” হিসেবে মনোনীত করা হয়, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ এর কৃতি সন্তান এবং জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল কে।
এজন্য উনি প্রথমেই ধন্যবাদ জানান জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার এবং সভাপতি জনাব ফারুক হোসাইন কে উনাকে “শিক্ষাবিদ সদস্য” হিসেবে মনোনীত করায়, এবং ভবিষ্যতে কিভাবে জৈন্তাপুরে কৃষির ব্যাপক বিস্তার ঘটানো যায়
সেজন্য উনি একতাবদ্ধভাবে কাজ করে যাবেন, যার ফলে তিনি সবার সহযোগীতা কামনা করেন, এ ব্যাপারে ২নং জৈন্তাপুর এবং বৃহত্তর আসামপাড়ার সর্বস্হরের জনগণ উনাকে অভিনন্দন জানান।