সিলেট জেলা ও মহানগরী বিএনপির সাবেক সভাপতি এম এ হক ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমানের কনিষ্ঠ ভ্রাতা এম ফাইজুর রহমানের স্মরণে নিউইয়র্কে আয়োজিত এক ভার্চুয়েল স্মরণ সভা ও দুআ মাহফিলে বক্তাগণ বলেছেন , এম এ হক গরীর দুঃখি সাধারণ মানুষের কল্যানে আমৃত্যু যে ভুমিকা রেখে গেছেন সে জন্য তিনি সাধারণ মানুষের মনিকোঠায় আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ।
গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করে ।এম সাইফুর রহমান স্মৃতি সংসদের সভাপতি জনাব লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহবাব চৌধুরী খোকন এর সজ্ঞালনায় উক্ত ভার্চুয়েল সভায় জুম টেলিকনফারেন্স মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রাক্তন সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু , জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল,বিএনপি নেতা মনজুর আহমদ চৌধুরী,আজিমুর রহমান বোরহান,শরীফ আহমদ লস্কর,ফারুক আহমদ চৌধুরী,আবু সাঈদ আহমদ,ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী, কানেকটিকাট বিএনপি’র সভাপতি তৌফিকুল আম্বীয়া ক্যলিফোনিয়া বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বাছিত, বাংলাভিশন টেলিভিশন এর প্রাক্তন সিলেট ব্যুরো প্রধান এমদাদ হোসেন চৌধুরী দিপু,এম সাইফুর রহমান স্মৃতি সংসদ নিউইয়র্ক এর ওবায়দুল হক চৌধুরী শিবলু,মো: জাবেদ উদ্দীন,সৈয়দ গৌছুল হোসেন,মিজানুর রহমান,জুয়েল খান,এমদাদ হোসেন তরফদার খলিলুর রহমান,মো:জাবেদ আহমদ,শাহ্ জাবের আহমদ,চৌধুরী তানিম প্রমুখ।
সভায় এম এ হক,ফায়জুর রহমান,কামাল আহমেদ,বদর উদ্দীন আহমদ কামরান সহ দেশ ও প্রবাসে যারা বৈশ্বিক মহামারী কোভিড ১৯ আক্রান্তে মৃত্যু বরন করেছেন তাদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদ ।
বক্তাগণ বলেন ,এম এ হক শুধু রাজনীতিবিদই ছিলেন না,ব্যক্তিগত ভাবে খুব খোদা ভীরু একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন ।তিনি নিঃস্বার্থ ভাবে যেমন রাজনীতি করে গেছেন তেমনি মানুষের কল্যাণে আমৃত্যু নিরবে নিবৃতে কাজ করে গেছেন।আজকের সমাজে এমন মানুষ পাওয়া খুবই বিরল।
সভায় বক্তাগণ সাইফুর রহমানের ছোটভাই ফাইজুর রহমানের কর্মময় জীবনের ভূয়াসী প্রশংসা করেন।তিনি ব্যক্তিগত জীবন পূবালী ব্যাংক ও ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ছিলেন।সততা ও বিশ্বস্থতার সাথে আমৃত্যু কাজ করে গেছেন ।