ব্রেক্সিট এর পরবর্তী সময়সীমা ইউরিপিয়ান ইউনিয়ন এর জন্য বেধে দেয়া হয়েছিল ২০২০ এর শেষের দিকে, কিন্তু নতুন করে ঘোষণা এলো তা আরো ইউরিপিয়ান নাগরিকের জন্য এক বছর বৃদ্ধি করা হয়েছে।
২০২০ এর ৩১ শে ডিসেম্বরের এর পর ইউরিপিয়ান নাগরিকদের ইউ কে তে এবং ব্রিটিশ নাগরিকদের ইউরোপের ২৭ টা দেশে ভিসা বিহীন ভ্রমণ বন্ধে চুক্তিতে লিপিবদ্ধ ছিল, যার ফলে পরবর্তী পহেলা জানুয়ারী থেকে নাগরিকত্ব আইন এর অনেকটা পরিবর্তনতা নিয়ে আসা হয়েছে, এ কারণে যে কোনো দেশের নাগরিক যার প্রযুক্তিগত দক্ষতা অথবা কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো পারফর্মার যার বাৎসরিক আয় হতে হবে কমপক্ষে ২৫,৬০০- (৩০,৮০০) পাউন্ড তাদের কে ইউকে তে নাগরিকত্ব দেয়া হবে।
তাছাড়া ইউরিপিয়ান নাগরিকদের জন্য পরবর্তীতে ৫ বছর বৈধ ভাবে বসবাসের প্রমাণস্বরুপ ইউ কে তে নাগরিকত্ব এর জন্য আবেদন করতে পারবে।
সেক্রেটারি অফ স্টেট ইমিগ্রেশন এবং ভবিষ্যত বর্ডার নিয়ন্ত্রক কেভিন ফোস্টার এর ভাষ্যমতে, আগামী ২০২১ এর ৩০ জুন পর্যন্ত ইউরিপিয়ান ব্র্যাক্সিট এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, এ সময়ের মধ্যে ইউরিপিয়ান নাগরিক তাদের এবং তাদের পরিবারের জন্য আবেদন করতে পারবে।