ঢাকাMonday , 13 July 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে বাংলাদেশী ব্যাবসায়ীর দোকান লুটপাট

Link Copied!


কভিড ১৯ এর কারণে বেকারত্বে ভোগছে পুরো পর্তুগাল জুড়ে, যার ফলে গত কয়েক বছরের তুলনায় এ বছর অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে মারাত্বক হারে এবং তার বেশির ভাগই শিকার হচ্ছেন বিদেশী ব্যাবসায়ীরা।

গতকাল রাতে লিসবন বাংলাদেশী অধ্যুশীত এলাকা থেকে প্রায় ১০ কি.মি. দূরে সান্তা ক্রোজ দামাইয়া তে এক বাংলাদেশী ব্যাবসায়ীর রেষ্টুরেন্ট লুটপাটের ঘটনা ঘটে।

এ ব্যাপারে দৈনিক ডাক বাংলা পর্তুগাল প্রতিনিধি কে নিশ্চিত করেন ঐ রেষ্টুরেন্টের মালিক ইসমাইল হুসেন জুয়েল, জানা যায় উনার কাছে অনুমানিক রাত ৪:২৫ মিনিটে পুলিশ কল আসে এবং নিশ্চিত করা হয় উনার রেষ্টুরেন্ট লুটপাট হয়েছে।
পরবর্তীতে উনি গিয়ে দেখেন উনার বাহিরের গ্লাস ভেঙ্গে টিল মিশিন (ক্যাশ বাক্সে) রাখা কিছু নগদ অর্থ এবং কিছু ড্রিংকস জাতীয় পানীয় লুটপাট করে পালিয়ে যায়।

তিনি আরো উল্লেখ করেন বিগত ৪ বছরে ও এ ধরনের অনাকাংখিত ঘটনা ঘটেনি,এজন্য তিনি লিসবনের বাহিরের সকল ব্যাবসায়ীদের সতর্ক অবস্হানে থাকার জন্য অনুরোধ করেন।