সিলেট জেলার ওসমানীনগর উপজেলাস্থ ২ নং সাদিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পূর্ব তাজপুর গ্রামের বাসিন্দা হাজী মোঃ আব্দুর রব আর নেই, ইন্না লিল্লাহি…..রাজিউন ।
তিনি সোমবার (১৩ জুলাই) বেলা আড়াইটায় হার্টএট্যাক করে ইন্তেকাল করেছেন।
বিষয়টি দৈনিক ডাক বাংলা’কে নিশ্চিত করেছেন সাদিপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান (১) সৈয়দ আব্দুল হামিদ ।তিনি জানান চেয়ারম্যান হাজী মোঃ আব্দুর রব বর্নার্তদের ত্রাণ বিতরণে যাওয়ার জন্য বেড়িয়েছিলেন, বাজারে আসামাত্র তার শারিরিক অসুস্থতা দেখা দিলে তাজপুর একটি হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যান দক্ষিণ সুরমাস্থ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে,মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, চেয়ারম্যান হাজী মোঃ আব্দুর রবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।মৃত্যুকালে তার বয়স ছিলো (৫৮)। ৩ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন হাজী আব্দুর রব,আগামীকাল সকাল ১১ ঘটিকায় পূর্ব তাজপুর গ্রামের দরগাহ মসজিদ মাঠে অনুষ্টিত হবে জানাযার নামাজ।