ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

আয়া সোফিয়ায় নিয়মিত নামাজ ২৪ জুলাই থেকে।

অনলাইন ডেস্ক রিপোর্ট,দৈনিক ডাক বাংলা
জুলাই ১১, ২০২০ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বস্থাপত্যের অনন্য নিদর্শন তুরস্কের আয়া সোফিয়াকে জাদুঘর রাখার সিদ্ধান্ত বাতিল করেছে তুরস্কের সর্বোচ্চ আদালত। গতকাল শুক্রবার তুরস্কের সর্বোচ্চ আদালত ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদের গৃহীত সিদ্ধান্ত বাতিল করে তা মসজিদে রূপান্তরের নির্দেশ দেয়।

আদালতের রায়ের পর তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোয়ান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইস্তাম্বুলের আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহারের ঘোষণা দেন। আগামী ২৪ জুলাই শুক্রবার থেকে সেখানে নিয়মিত নামাজ শুরুর ঘোষণা দেওয়া হয়। এর ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কাছে।

তুর্কি প্রেসিডেন্সির মুখপাত্র ইবরাহিম কালিন বলেন, আয়া সোফিয়া ইবাদতের জন্য খুলে দেওয়ায় এর ঐতিহাসিক পরিচিতি মোটেও কমবে না। তাছাড়া এটি মুসলিম-অমুসলিম সবার পরিদর্শনের জন্য উম্মুক্ত থাকবে।

উল্লেখ্য, ৫৬৭ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানদের সর্ববৃহৎ গির্জা হিসেবে আয়া সোফিয়া নির্মাণ করা হয়। ১৪৫৩ খ্রিস্টাব্দে মুহাম্মাদ ফাতিহ কনস্টান্টিনোপল বিজয় করে খ্রিস্টানদের কাছ থেকে তা ক্রয় করে ৪৮১ বছর মসজিদ হিসেবে ব্যবহার করেন। ১৯৩৬ সালে আধুনিক তুরস্কের জনক মুস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘরে রূপান্তর করেন।

সূত্র : আলজাজিরা