পর্তুগালের বন্দর নগরী পর্তুর বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
দীর্ঘ ২ মাস লকডাউনে থাকার পর গত ১৮ মে পর্তুগালে লকডাউন শিথিল করা হয়, তারপর থেকে শুধু লিসবনে নতুন করে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছিল ঠিক উল্টোদিকে স্বাভাবিক অবস্থায় ছিল বন্দর নগরী পর্তু।
এদিকে পর্তু বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নতুন করে ২ জন কভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন, তারমধ্যে একজন গত ২৪ জুন বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ফেরত এসেছেনে, উনি এবং একই রুমে শেয়ার করে থাকতেন দুজনেই বর্তমানে হসপিটাল সান্ত এন্তোনিয় তে আছেন, একজন আইসিউ তে গুরুতর অবস্থায় আছেন, এ ব্যাপারে আমাদের দৈনিক ডাক বাংলা প্রতিনিধি কে নিশ্চিত করেন পর্তু বাংলাদেশ কমিউনিটির সভাপতি শাহ আলম কাজল।