পশ্চিম তুরস্কের উপকূলে ইউরোপগামী তুর্কি পতাকাবাহী একটি জাহাজে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৭৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তবে জাহাজটিতে কতজন বাংলাদেশি আছে তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে তুর্কি কোস্টগার্ড।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আফগান, বাংলাদেশি, সিরিয়ান, মধ্য আফ্রিকা, সোমালিয়া ও ইরানিয়ান নাগরিক রয়েছেন।
পুলিশ বলছে, উদ্ধার অভিযানের সময় জাহাজটির বায়ুনিধোরক একটি কক্ষ থেকে ৪৬ জন নারী ও ৫৯ জন শিশুকে বের করে আনা হয়। উদ্ধার হওয়া কয়েকজনের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল।
সূত্র:মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।