ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন “দৈনিক ডাক বাংলা ডটকম”।

ডেস্ক রিপোর্ট,দৈনিক ডাক বাংলা ডটকম
জুলাই ৬, ২০২০ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইউরোপ থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল দৈনিক ডাক বাংলা ডটকম এ খালি থাকা সাপেক্ষে ‍সকল বিশ্ববিদ্যালয় (ক্যাম্পাস) ও কলেজের (ক্ষুদে) সংবাদকর্মী, ফটো সাংবাদিক, ভ্রাম্যমান প্রতিনিধি, বিজ্ঞাপন এজেন্ট এবং বিশ্বের যেকোন দেশে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মী নিয়োগ দেয়া হবে।

সাংবাদিকতার মতো সম্মানজনক,সাহসীকতা চ্যালেঞ্জিং পেশায় যোগ দান করে মেধা বিকাশে দেশ ও জনগনের সেবায় আপনাকে আমন্ত্রিত।

প্রার্থীর যোগ্যতা :
১. শিক্ষাগত যোগ্যতা:জেলা প্রতিনিধির জন্য ন্যুনতম স্নাতক এবং উপজেলা প্রতিনিধির জন্য ন্যুনতম এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । (অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য)।
২.সৎ, নির্ভীক ও দৃঢ় মনোবল সম্পন্ন হতে হবে।
৩.পরিশ্রমী ও দীর্ঘদিন কাজ করার মানসিকতা থাকতে হবে।
৪.সারাদেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে জাতীয় অনলাইন দৈনিক ডাক বাংলানতুন এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
৫.ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে।
৬.অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৭.কপি নিউজ করা যাবে না।
৮.বাসি নিউজ করা যাবে না।
৯.ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
১০.মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
১১.সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে ।
১২.রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না।
১৩.মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

আবেদনপত্রের সাথে যা যা সংযুক্ত করতে হবে :

১.শিক্ষাগত যোগ্যতার সনদ।
২.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ।
৩.সদ্য তোলা রঙিন ২ কপি ছবি।

সুযোগ সুবিধাঃ
১.সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পোর্টাল আর্থিক সাহায্যে এগিয়ে আসবে।
২.পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পোর্টাল থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
৩.পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে পোর্টাল পাশে দাঁড়াবে।
৪.পোর্টালের লোগো সহ প্রতিবছর দুটি টি-শার্ট দেওয়া হবে।
৫.বিজ্ঞাপনের ৪০% প্রদান করা হবে।
৬.কোন সংবাদ কর্মী অরাজনৈতিক/ দেশের স্বার্থে ভালো কোন কাজ করতে চাইলে পোর্টাল আর্থিক সাহায্যে এগিয়ে আসবে।
৭.বিভিন্ন উৎসবে ভাতা প্রদান করা হবে।

আগ্রহী দক্ষ সংবাদ প্রতিনিধিদের সিভি ই-মেইলের মাধ্যমে আমাদের কাছে জমা দিতে হবে। আমাদের ই-মেইল: Dakbangla2000@gmail.com

অথবা ফোন/ ওয়াটসআপে দিতে পারেন।
+351920536182-ওয়াটসআপ
+8801645023060
+8801715454364 -ওয়াটসআপ।

নিয়োগ প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে এবং নির্বাচিতদের কে নিজ উপজেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে।