ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের মেনু কার্ডে সবার উপরে হ্যান্ড স্যানিটাইজার!

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
জুলাই ৬, ২০২০ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিয়ের মেনু লিস্টে এখন অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো হ্যান্ড স্যানিটাইজার। লকডাউনের আগে মেনু লিস্টের প্রথমে থাকতো লবণ আর লেবু। মিডিল অর্ডারে এরপর আসতো স্যালাড, কাসুন্দি, ভেজিটেবল চপ কিংবা ফিস ফ্রাই। এরপর রাধাবল্লভি, পনির, রাইস, মটন ইত্যাদি। কিন্তু লকডাউন পর্ব কাটিয়ে ফের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সবাইকে পেছনে ফেলে সবার প্রথমে নাম লেখাল হ্যান্ড স্যানিটাইজার।

লকডাউন শিথিল করার সাথে সাথেই শুরু হয়েছে সীমিত আকারে বিয়ের অনুষ্ঠান। বিয়ে মালাবদল প্রীতিভোজ সবই হবে। তবে তা সীমাবদ্ধ রাখতে হবে পঞ্চাশ জনের মধ্যে। সেই সঙ্গে সকলের স্বার্থেই সাবধানতা অবলম্বন জরুরি। খাওয়ার সময়টুকু ছাড়া অন্যান্য সময় মাস্ক পরতে হবে।
তেমনই এক বিয়ের মেনু লিস্টে প্রথমে জায়গা করে নিল হ্যান্ড স্যানিটাইজার। বর্ধমানের বাবুরবাগের বাসিন্দা অঙ্কন সাঁইয়ের সঙ্গে বিয়ে হয়েছে বাঁকুড়ার ইন্দাস থানার আকুই গ্রামের এনাক্ষীর। এই করোনা আবহে দুজনের বিয়ের রিসেপশন হল এক সঙ্গে। সেই বিয়ের মেনুতে সচেতনতার প্রথম ধাপ হিসাবে যোগ করা হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার।

আমন্ত্রিত অতিথি প্রত্যেকের হাতে একটি করে স্যানেটাইজারের বোতল তুলে দেওয়া হয়। সবচেয়ে মাজার বিষয় হলো পাত্র পাত্রীর ছবি সামনে রেখে এই স্যানিটাইজারের বোতল তৈরি করে দিয়েছিল।

বিয়ের নিমন্ত্রণে এসে হ্যান্ড স্যানিটাইজারের বোতল পেয়ে খুশি আমন্ত্রিতরা। বর কনে জানালেন, বিয়েটা আর পিছাতে চাইনি।এই পরিস্থিতিতে সাবধানতা মেনেই বিয়ের অনুষ্ঠান করা হয়েছে।