ঢাকারবিবার , ৫ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

হরিপুরের গ্যাস সারাদেশে বঞ্চিত জৈন্তাপুর!

স্টাফ রিপোর্টার, মনির হোসেন
জুলাই ৫, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!


১৯৫৫ ইং সনে তৎকালীন গোয়াইনঘাট উপজেলার হরিপুরে বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়।

১৯৬২ সালে হরিপুর থেকে বাণিজ্যিক গ্যাস উত্তোলন হয়,১৯৭৮ সালে হযরত শাহজালাল (রঃ)এর মাজারে গ্যাস শিখা জ্বালিয়ে সিলেট শহরে সংযোগ প্রদান করা হয়।

১৯৮৬ সালের ২৪ শে ডিসেম্বর বৃহত্তর জৈন্তিয়ার হরিপুরে দেশের একমাত্র তেল খনি আবিষ্কৃত হয়।অথচ এখন পর্যন্ত বৃহত্তর জৈন্তিয়ার সর্বত্র গ্যাস সংযোগ প্রদান করা হয় নাই।

তারই পরিপ্রেক্ষিতে বিগত ২০১৮ ইং সনের ২৬ জুন সিলেট -৪ আসন থেকে বার বার নির্বাচিত সাংসদ জনাব ইমরান আহমদ বর্তমান মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহান জাতীয় সংসদে এতদঞ্চলে গ্যাস সংযোগ প্রদানের যৌক্তিকতা তুলে ধরে ঐতিহাসিক বক্তব্য প্রদান করেন।যা বৃহত্তর জৈন্তিয়া বাসীকে গ্যাস সংযোগ প্রাপ্তিতে আশার বাণী জ্বালিয়ে রাখে।

সেই আশার পরিপ্রেক্ষিতে গোয়াইনঘাট উপজেলা সহ গ্যাস থেকে বঞ্চিত বিভিন্ন এলাকার বুদ্ধিজীবীসহ সর্বসাধারণ,গোয়াইনঘাট উপজেলা সহ বৃহত্তর জৈন্তার সর্বত্র গ্যাস সরবরাহের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।