কানাইঘাটে ৭ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক রায়হানকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গত ৩ জুলাই, শুক্রবার রাত ১০টার দিকে কানাইঘাট উত্তর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান (২৪) বাঘবাড়ি গ্রামের মো. আইয়ূব আলীর পুত্র।
র্যাব-৯ এর এসএসপি (মিডিয়া) ওবাইন জানান, ভিকটিম (০৭) ও বিকৃত মানসিকতার অধিকারী আসামি রায়হানের বাড়ি পাশাপাশি। রায়হান লম্পট প্রকৃতির লোক, ভিকটিমে উপর তার লোলুপ দৃষ্টি পড়ে এবং ভিকটিমকে বলৎকারের উদ্দেশ্যে সে ফাঁদপাতে এবং বিভিন্ন কৌশল প্রয়োগ করে। সব কৌশল ব্যর্থ হলে গত ০৯ এপ্রিল ২০২০ ইং বিকাল ০৩.০০ ঘটিকায় ভিকটিম বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবের খাবার পৌঁছে দিয়ে ফেরার পথে আসামি রায়হান জোরপূর্বক ভিকটিমকে পাশের জঙ্গলে নিয়ে বলৎকার করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। ভিকটিম (০৭) রক্তাক্ত অবস্থায় জঙ্গলে কান্নাকাটি করতে থাকলে রহিম উদ্দিন ও আমির উদ্দির উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। এ ঘটনায় গত ১২ এপ্রিল ভিকটিমের মা সাজিদা বেগম (৩০) কানাইঘাট থানায় মামলা নং- ০৮ তারিখ ১৭/০৪/২০২০ ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) দায়ের করেন। এ মামলায় পলাতক ছিল ধর্ষক রায়হান।
পরে আসামিকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।