ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত।

Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে একই পরিবারের ৪জন সহ আরও ৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার(৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন পৌর এলাকার ছিটা ফুলবাড়ি গ্রামের একই পরিবারের বিপেশ চন্দ্র ( ৬০),শিকা রানি (৫০),মুক্তা দেব (৩৯),দিপ দেব (১৭),পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের একই পরিবারের সাবু বেগম (৫৭),মুন্নি বেগম (২২)।

নতুন আক্রান্ত এই ৬জন সবাই করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।নতুন রোগীর বাড়ি বা বাসা লকডাউন আগ থেকেই লকডাউন করা রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, উপজেলায় আজকের নতুন ৬জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৬জনে। এদের সুস্থ হয়েছেন ৮০জন। মৃত্যু বরণ করেছেন ৭জন