বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগরের সাবেক সভাপতি এম এ হক এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মাওঃ প্রেন্সিপাল শাহীনূর পাশা চৌধুরী।
বিবৃতিতে প্রয়াত এম এ হক এর বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক আজ শুক্রবার (০৩ জুলাই ) সকাল ১০ ঘটিকার সময় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে সিলেট নগরীর নর্থইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। মৃত্যু কালে স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।