সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ হক এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোকবার্তায় বলেন, মরহুম এম এ হক একজন স্বজ্জন রাজনৈতিক নেতা হিসেবে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন রাজনৈতিক অভিভাবককে হারালো,যা অতি সহজে পূরণ হবার নয়।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।