ঢাকাবুধবার , ১ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

গরিবদের করোনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ ওবায়দুল কাদেরের

অনলাইন ডেস্ক, দৈনিক ডাক বাংলা ডটকম
জুলাই ১, ২০২০ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকার ফি ধার্য করেছে। এ অবস্থায় অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য করোনার ফি’র বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ অনুরোধ জানান তিনি।

মন্ত্রী বলেন, অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের করোনার লক্ষণ দেখা দিলে ফি দিয়ে পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এতে তারা পরীক্ষার বাইরে থেকে যাবে এবং সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। তাই খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সম্প্রতি হাসপাতাল ও বুথে গিয়ে করোনা পরীক্ষায় ২শ টাকা নির্ধারণ করে স্বাস্থ্যসেবা বিভাগ। এ নিয়ে বিভিন্ন মহল থেকে ফি প্রত্যাহারের দাবির মধ্যে কথা বললেন ওবায়দুল কাদের। এতদিন এ পরীক্ষা বিনামূল্যেই করা যেত।