ঢাকাসোমবার , ২৯ জুন ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

এ যেন অন্য অ্যাডেল

Link Copied!

দীর্ঘদিন ধরে গানে নেই। ২০১৫ সালে তৃতীয় অ্যালবাম ‘২৫’-এর দারুণ সাফল্য, এরপর টানা কনসার্টের পর থেকে আছেন স্বেচ্ছাবিরতিতে।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণে ফের শিরোনামে উঠে আসেন গেল বছর। এরপর আবার চুপ। নতুন করে ব্রিটিশ গায়িকা আলোচনায় ওজন কমিয়ে। বাড়তি ওজন নিয়ে বিড়ম্বনার কথা গেল কয়েক বছরে নানা সময়েই জানিয়েছিলেন গায়িকা। তবে কিছুদিন আগেই প্রায় ১০০ পাউন্ড ওজন ঝরিয়ে চমকে দিয়েছিলেন। ফের নিজের নতুন লুকের ছবি পোস্ট করেছেন অ্যাডেল।

ছবিটির নিচে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ছবিটি নতুন অ্যালবামের প্রথম ঝলক কি না। উত্তরে অ্যাডেল নতুন অ্যালবামের জন্য ভক্তদের আরো ধৈর্য ধরতে বলেন, ‘অবশ্যই না। করোনা এখনো শেষ হয়নি। আমি কোয়ারেন্টিনে আছি। ধৈর্য ধরো।’