ঢাকাসোমবার , ২৯ জুন ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্ত রোগী ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
জুন ২৯, ২০২০ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে করোনা আক্রান্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। পৌর শহরের আবাসিক এলাকাসহ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় তাকে সোমবার সকালে প্রকাশ্য চলাফেরা করতে দেখছেন স্থানীয়রা। তবে সাংবাদিক পরিচয় পেয়ে ঐ রোগী দ্রুত সেখান থেকে চলে যান।

পৌর শহরের সাহাপাড়ার এ রোগীর নাম কানু দা (৬০)। ফুলপুর হাসপাতাল সূত্রে জানা যায়, দু সপ্তাহ আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। পৌর শহরে অবস্থিত ঐ রোগীর বাড়িতে লাল পতাকা টাঙানো হয়। আক্রান্ত ঐ রোগীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রাখে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার প্রাণেশ চন্দ্র পন্ডিত জানান, স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র ছাড়া করোনা আক্রান্ত রোগী চলাফেরা করা ঠিক না। আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে।