বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহযোগিতায় অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যানি-মেরি ট্রেভেলিন বুধবার বাংলাদেশে ভার্চুয়াল সফরের পর তাঁর সরকারের পক্ষে এ অঙ্গীকার ব্যক্ত করেন। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় যুক্তরাজ্য বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করছে তা দেখতেই তিনি ওই ভার্চুয়াল সফর করেন।
পরে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়। আমরা এই ভয়ঙ্কর সংকট থেকে বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহযোগিতার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।’
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন আজ বুধবার তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশে তাদের সহযোগিতার বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরেছে। ইউকেএইড (যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতা সংস্থা) কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়কে জরুরি খাদ্য সহায়তা দিতে বিশ্ব খাদ্য কর্মসূচিকে সহযোগিতা করছে।
যুক্তরাজ্য বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলা, কোয়ারেন্টিন ও চিকিৎসা সক্ষমতা বাড়াতেও সহযোগিতা করছে