বাহরাইনে ৪১৪ জন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ বেলা সাড়ে ৫টার সময় ঢাকার উদ্দেশ্যে মানামা ত্যাগ করেছে। বাহরাইনে যে সকল প্রবাসী স্বাস্থ্যগত কারণে এবং পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চেয়েছিলেন তাদের অনুরোধে বাংলাদেশ দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করেছে। এতে অনেক অসুস্থ রোগী এবং যারা বিশেষ অর্থকষ্টে ভুগছিলেন, তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। মান্যবর রাষ্ট্রদূত ডঃ মুহাম্মাদ নজরুল ইসলামের নিবিড় তত্ত্বাবধায়নে জমাকৃত আবেদনপত্রগুলো বিশেষ জরুরী অবস্থার নিরিখে বাছাই করার পর এবং এদেশের ইমিগ্রেশন হতে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর একটি তালিকা তৈরি করা হয়, যাদেরকে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য সার্টিফিকেট এর ভিত্তিতে টিকিট কাটার অনুমতি প্রদান করা হয়। যাত্রীদের মধ্যে প্রায় ৭০ জন প্রবাসী ছিলেন অসুস্থ রোগী এবং আরো ৪০ জন ছিলেন বাহারাইন কারাগার হতে মুক্তিপ্রাপ্ত কয়েদি। বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ তহবিল থেকে অসুস্থ রোগীদের ১৮ জনের পূর্ণ বিমান ভাড়া এবং প্রায় ৫০ জনের আংশিক বিমান ভাড়া বহন করেছে। মুক্তিপ্রাপ্ত কয়েদীদের পূূূর্ণ বিমান ভাড়া বহন করেছে বাহরাইন সরকার। বিমানটি ঢাকায়় আনুমানিক রাত ১টায়়় অবতরণ করবে।
News Title :
বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ৪১৪ জন প্রবাসী ঢাকার উদ্দেশ্যে যাত্রা
-
জান্নাত ইসলাম,বার্তা সম্পাদক
- Update Time : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- ২২৯ Time View
Tag :
বাহরাইন দূতাবাস
Popular Post