ঢাকাWednesday , 24 June 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ব্যতিক্রমী এক প্রিন্সিপাল ক্বারী মাওলানা আব্দুল হাফিজ শাহবাগী

Link Copied!

সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন শাহবাগ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলূম (মাদরাসা ও এতিমখানা)। ১৯৭৫ ইরেজীতে প্রতিষ্ঠিত হয়ে এই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাকে দ্বীনের খেদমত চালিয়ে যাচ্ছে। ২০০৭ ইংরেজি থেকে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অত্র এলাকারই বরেণ্য আলেমেদ্বীন শায়খ ক্বারী মাওলানা আব্দুল হাফিজ সাহেব দাঃবাঃ। তখন থেকে সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন এলাকার আরেক বিশিষ্ট আলেম মুফতি মাসউদ আহমদ চৌধুরী সাহেব।

এরপর থেকেই মাদরাসার প্রতিটি বিভাগেই উন্নতি হতে থাকে। বর্তমানে মাদরাসাটিতে শিক্ষা বিভাগ রয়েছে, তাকমিল ফিল হাদীস (মাষ্টার্স) পর্যন্ত পুরুষ-মহিলা সতন্ত্র শাখা। মানসম্মত একটি হিফজ শাখা। আধুনিক কিন্ডারগার্ডেন। দারুল ক্বেরাত বিভাগ। শিক্ষার্থীদের সংখ্যা প্রায় দুই হাজার।
প্রতিবছর বোর্ড পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম রয়েছে প্রতিষ্টানটির শিক্ষার্থীরা।

পুর্ব সিলেটের সুনামধন্য এই প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ষাটজন। কর্মচারী হিসেবে রয়েছেন আটজন। শিক্ষকস্টাফ ও কর্মচারীদের বেতন আদায় করতে প্রতিমাসে প্রয়োজন হয় প্রায় চারলক্ষ টাকা। করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্দ থাকায় শিক্ষকস্টাফ ও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন প্রায় প্রতিটি প্রতিষ্টানের প্রিন্সিপাল। কিন্তু শাহাবাগ জামিয়া মাদানিয়ার প্রিন্সিপাল তাদের থেকে একটু ভিন্ন। মাদরাসার কার্যক্রম বন্দ থাকলেও ধারাবাহিক বেতন দিয়ে যাচ্ছেন শিক্ষকস্টাফ ও কর্মচারীদের। সাথে চালিয়ে যাচ্ছেন মাদরাসার নির্মানাধীন বহুতলবিশিষ্ট ভবনগুলোর কাজসমূহ। বিভিন্ন সময় দূর্যোগের কারণে অসহায় থাকা মানুষের পাশেও দাঁড়াচ্ছেন সময়মতো। উনার পরিচালিত প্রতিষ্ঠানটি লেখাপড়ার উন্নতির সাথেসাথে মাদরাসার আঙ্গিনাকে সাজাচ্ছেন চোঁখ জোড়ানোর মতো। যার কারণে, প্রতিষ্টানের ছুটি থাকাকালীন সময়ে মাদরাসার এরিয়া ভ্রমণ করতে ছুটে আসেন দেশ-বিদেশের অনেকেই। দিনদিন পর্যটনকেন্দ্র হিসেবে রূপ নিতে যাচ্ছে মাদরাসা এলাকাটি।
আল্লাহ তা’য়ালা প্রিন্সিপাল ক্বারী মাওলানা আব্দুল হাফিজ সাহেবকে দীর্ঘজীবী করুন। এবং এ মাদরাসার উন্নতির সার্থে যারা মেধা, শ্রম ও অর্থ দিয়ে সেবা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে ইহকাল ও পরকালের কল্যাণ দান করুন। আমীন!

লেখক:কাজী ফাহিদুর রহমান ফাহাদ
শিক্ষার্থী, তাকমীল ফিল হাদীস (মাষ্টার্স ২০১৯-২০)
শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলূম (মাদরাসা ও এতিমখানা), জকিগঞ্জ, সিলেট।