ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী নেছার আহমদের মৃত্যূে বিভিন্ন মহলের শোক

Link Copied!

সিলেট কমদতলী বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সিলেট সার্কেল এর সাবেক সভাপতি কমদতলী আহমদ এন্ড ব্রাদার্স এর সত্তাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী নেছার আহমদ গতকাল(ভোর ৫)ঘটিকার সময় উনার নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাযা গতকাল বাদ জোহর কমদতলী কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে কমদতলী পারিবারিক গুরুস্হানে দাফন সম্পুন্ন করা হয়।

উনার মৃত্যূতে সিলেট মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের মৃত্যূতে গভীরভাবে শোক প্রকাশ করেন বাংলাদেশ মটর পার্টিস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সিলেট সার্কেলর সভাপতি এহতেশামুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম আনু প্রমূখ।