কাতার, আরব আমিরাত ও সৌদি আরব থেকে গতকাল রোববার বিশেষ ফ্লাইটে ১ হাজার ৮৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। কোভিড নেগেটিভ সনদ না থাকায় তাঁদের মধ্যে ৯০ জনকে আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য কেন্দ্র থেকে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে সৌদি আরব থেকে ৩৮৭ জন বাংলাদেশি আসেন । এর মধ্যে দুজনের কোভিড নেগেটিভ সনদ ছিল না। তাই তাঁদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং বাকি ৩৮৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
একই দিন বিমানের দুবাই থেকে আসা বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ৪১২ বাংলাদেশি। এদের সবার কোভিড নেগেটিভ সনদ থাকায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে রাতে কাতার এয়ারওয়েজের বিশেষ আরেকটি ফ্লাইটে ২৮৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে ৮৮ জনের কোভিড নেগেটিভ সনদ ছিল না। তাই তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ।