ঢাকারবিবার , ২১ জুন ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

অভিবাসীদের বৈধতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের দাবীতে গ্রীসে আন্দোলন

মোহাম্মদ আলী, গ্রীস প্রতিনিধি
জুন ২১, ২০২০ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

গত শনিবার(২০-০৬-২০)গ্রীসের অমোনিয়া স্কয়ারে ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন রিফিউজি সংগঠন এর উদ্দোগে অভিবাসীদের বৈধকরণ সহ সকল ন্যায্য সুযোগ সুবিধা আদায়ের দাবীতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,অভিবাসী ও শরনার্থীদের উচ্ছেদ,বাসস্থান ব্যবস্থা,গ্রীক সরকারের সাম্প্রতিক প্রশ্নবিদ্ধ আইন,এস্যাইলাম আইন শিথিলকরণ,সীমান্ত সমাধান এবং বৈধতার এই আন্দোলনে স্থানীয় গ্রীক জনগণ এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের ঢল নেমেছিলো।গ্রীক সময় দুপুর ২টা থেকে আন্দোলন শুরু হয়ে সংসদভবন সিনটাগমা পর্যন্ত গিয়ে থেমেছে।

বিভিন্ন রিফুজি সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত এই আন্দোলনে বিভিন্ন দেশের অভিবাসীদের দেখা গেলেও,এক পর্যায়ে বাংলাদেশি অভিবাসীদের বন্যা বয়ে গেছে।হাজারো বাংলাদেশিকে গন-মিছিল করতে দেখা যায়।

গ্রীস ইতিহাসে এরকম আন্দোলন খুব বেশি দেখা না গেলেও সাম্প্রতিক গ্রীক সরকারের শরনার্থী ও অভিবাসীদের বিপক্ষে প্রশ্নবিদ্ধ আইনকরণ,এস্যাইলাম কঠোরতা,সীমান্ত বন্ধ এবং শরনার্থী শিবির থেকে উচ্ছেদকরণের ফলে প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে এবং আগামীতে বেশ কয়েকটি আন্দোলনের প্রস্তুতি চলছে।

আগামী ২৬শে জুলাই গ্রীস,কেরফা সংগঠন দ্বারা বেশ কয়েকটি রিফুজি সংগঠন এবং বিভিন্ন দেশের কমিউনিটির সমন্বয়ে অভিবাসীদের অধিকার আদায়ের বিশাল বড় এক আন্দোলনের কথা রয়েছে।এমনকি এই আন্দোলন অংশগ্রহণের জন্য ইতিমধ্যে হাজার,হাজার অভিবাসীদের সাড়া পাওয়া গেছে।

বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে কথা বলে জানাগেছে,ভালো ফলাফল না আসা পর্যন্ত,তারা গ্রীক সরকারের কাছে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে,তাদের সকল সুযোগ-সুবিধা এবং বৈধতার ব্যাপারে আকুল আবেদন অব্যাহত রাখবে।