গত ১৬ই জুন ২০২০ তারিখে পর্তুগালের রাজধানী লিসবনের রুয়া বেনফর্মসর ১৯৩ নম্বর হোল্ডিং এর‘গ্লোবাল সাপোর্ট পর্তুগাল’ নামক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোদন করা হয়েছে।
প্রতিষ্ঠানটি ইমিগ্রেশন কন্সালটেন্সি,এয়ার টিকেটিং ও মানি ট্রান্সফার সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে। উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের বাংলাদেশ কমুনিটির বিশেষ ব্যক্তিত্ব জনাব শুয়াইব মিয়া,বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব জসিম উদ্দিন,দেলোয়ার হোসাইন,এনটিভি পর্তুগাল প্রতিনিধি জনাব বেলাল আহমেদ, নিউজ২৪ পর্তুগাল প্রতিনিধি জনাব নাঈম হাসান, আইনজীবী ইমরান শুয়াইব মিয়া, ব্র্যাক সাজন মানি ট্রান্সফার এর পর্তুগালের ম্যানেজার মুহাম্মাদ আব্দুর রাহিম,নেক মানি পর্তুগালের ম্যানেজার উত্তম কুমার সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী ব্যক্তিবর্গসহ উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনাব জেড আর ভূঁইয়া শেইখ শাহাদাত এবং এম এ রাহিম তাদের ব্যাবসায়িক সাফল্যের জন্য সবার দোআ চেয়েছেন। পরিশেষে একটি দোআ অনুষ্ঠানের মাধ্যমে গ্লোবাল সাপোর্ট পর্তুগালের ব্যাবসায়িক সাফল্য কামনা করে উদ্ভোদনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।