ঢাকাবুধবার , ১৭ জুন ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

টেম্পোরারি রি এন্ট্রি ভিসা নিয়ে পর্তুগাল ফিরতে হবে (E6 Visa)

স্টাফ রিপোর্টার, মনির হোসেন
জুন ১৭, ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

টেম্পোরারি রি এন্ট্রি ভিসা নিয়ে পর্তুগাল ফিরতে হবে (E6 Visa) কোভিড-১৯ এর কারণে নিজ নিজ দেশে আটকা পড়া সকল অভিবাসীদের

প্রিয় পর্তুগাল অভিবাসী, বর্তমানে কোভিড-১৯ এর কারণে নিজ নিজ দেশে আটকা পড়া সকল অভিবাসীদের জন্য জানানো যাচ্ছে যে,১৬ জুন’ ২০২০ থেকে মেয়াদউত্তীর্ণ রেসিডেন্ট পারমিটধারীরা নতুন করে মেয়াদবৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন। যদিও Decreto-Lei nº 10/2020 de 13 de março e o Decreto-Lei nº 20/2020 de 1 de maio এই ল’ (Law)-এর আন্ডারে সকল রেসিডেন্ট পারমিটের মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে,কিন্তু পর্তুগালে ফিরে যাওয়ার সময় আপনার নিজের দেশ থেকে বহির্গমনে যাতে কোন প্রকার বাধার সম্মুখিন না হোন এজন্য VFS ও পর্তুগাল ইমিগ্রেশন একটি চুক্তির মাধ্যমে নতুন ভিসা চালু করছে,যা টেম্পোরারি (E6) ভিসা নামে পরিচিত। আপনাকে এই সাময়িক (টেম্পোরারি E6 visa) ভিসার জন্য ভিএফএস (VFS) এর মাধ্যমে আবেদন করতে হবে।এজন্য আপনাকে নিম্নোক্ত কাগজে-পত্র (ডকুমেন্টস) জমা দিয়ে হবে।

১)ভিসা এপ্লিকেশন ফর্ম
২)হোম লিজ (House lease),
ব্যাংক একাউন্ট,
জব কন্টাক্ট।
৩)অনলাইনে এস ই এফ (SEF) এপয়েনমেন্ট লেটার (যা অবশ্যই VFS ও পর্তুগাল ইমিগ্রেশন সিস্টেম পুনরায় খোলার পর করতে হবে)
৪)কভার লেটার (এখানে আপনি অবশ্যই মেয়াদ থাকাবস্থায় পর্তুগালে ফিরতে না পারার কারণ হিসেবে কোভিড-১৯ মহামারীতে ফ্লাইট বন্ধ ছিলো উল্লেখ করবেন)।
এছাড়া পর্তুগালের অভ্যন্তরে ব্যবহৃত সকল কার্ডের মেয়াদ ৩০ অক্টোবর’২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে,যা পর্তুগালের সকল অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে।

সূত্র:হাকিম মিনহাজ