ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ও সুনামগঞ্জে আরো ১১৮ জনের করোনা শনাক্ত

Link Copied!

সিলেট ও সুনামগঞ্জ জেলায় আরো ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে চারজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সাধারণ মানুষ রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৯ জন এবং সুনামগঞ্জ জেলায় ৭৯ জন রয়েছেন।

সোমবার (১৫ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৩১ জনই সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা।

সোমবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৩ জন। নতুন আরো ৩৯ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ৪৫২ জন।

এছাড়া সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরো ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৭৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে ৬৪২ জনের করোনা শনাক্ত হলো।

উল্লেখ্য, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৪০৬ জন। রাতে শনাক্ত হওয়া ১১৮ জন মিলে এ সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৫২ জন, সুনামগঞ্জে ৬৪২ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারে ১৯১ জন রয়েছেন।