সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান আর নেই। রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।
বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পর্তুগাল আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক শওকত ওসমান এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, সত্যি বাকরুদ্ধ, বলার ভাষা নেই। সিলেটের দীর্ঘদিনের রাজনৈতিক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত ছিল তার অন্যতম একজন ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান । বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আজ সেই সদা হাস্য উজ্জ্বল কামরান ভাই আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনার মৃত্যুর খবরে পুরো শহর যেনো ঘুম থেকে জেগে উঠেছে, কী একটা নিস্তব্ধতা। বদর উদ্দিন আহমদ কামরান সিলেটের মাটি ও মানুষের নেতা ছিলেন। দল ও মতের উর্ধ্বে উঠে যিনি সিলেটের জনগনের প্রাণ প্রিয় নেতায় পরিনত হয়েছিলেন। সিলেটের রাজনীতির উজ্জল নক্ষত্রের এই প্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরণ হবার নয়। রাজনীতিতে হাজারো নেতার আগমন ঘটে; কিন্তু কামরানদের মত নেতাদের আগমনের অপেক্ষায় জাতি কে অপেক্ষা করতে হয় দীর্ঘযুগ। ভালো থাকুন পরপারে প্রিয় নেতা।
পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।