ভালোবাসা ভালোলাগার অপর নাম- বদর উদ্দিন আহমদ কামরান।
চলে গেলেন করোনারথাবায়।আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক জন নন্দিত মেয়র সিলেটবাসীর প্রিয় কামরান ভাই।
টনক নড়বে কি দুনিয়ালোভী দুর্নীতিবাজদের।
কেন লিখতে যাচ্ছি কামরান ভাই সম্পর্কে।
অনেকে হয়তো উদারতার অভাবে বলবেন আমি জমিয়ত করি মরহুম কামরান সাবকে নিয়ে এতো মায়া কান্না কেন?
আমি বলতে চাচ্ছি রাজনীতির ছাত্র যারা,অথবা সক্রিয় রাজনীতির সাথে যারা জড়িত,কিংবা যেসব যারা নির্বাচনমুখী।কামরান সাব সম্পর্কে শিখার আছে অনেক কিছু,তাই।
চিন্তা করে দেখুন,কামরান সাব অর্জিনাল সিলেটী নয়,শশুরবাড়ীও আউট অব সিলেট। রুটি রুজির তাগিদে মধ্যপ্রাচ্যের একটি দেশে শ্রমিক হিসেবে দিনগুজরান করা অবস্তায় সিলেট পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়।তাকে আর পেছনে তাকাতে হয়নি।
পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছেন একাধিকবার। সর্বশেষ মেয়র নির্বাচনে দলীয় কোন্দলের পরেও হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। পরাজিত হয়েছে আওয়ামীগ। জনগণের হৃদয়ে বিজয়ী কামরান।
আওয়ামীলীগের প্রতীকের প্রতি মানুষের ক্ষোভ ছিলো।কারণ দেশব্যাপী লোট, গুম, ব্যাংক ডাকাতী,সম্পদ পাচার সহ নানাবিধ কারণে মানুষ ক্ষিপ্ত ছিলো।যেকারণে ঈর্ষণীয় জনপ্রিয় ব্যক্তি হয়েও ভোটযুদ্ধে মানুষ পরাজিত করেছে নৌকাকে। কামরান হয়েছেন বিজয়ী।
অপারে ভালো থেকো জনতার কামরান।
লেখক: সাবেক সাংসদ প্রিন্সিপাল এড.মাওলানা শাহীনূর পাশা চৌধুরী