প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ আমেরিকা। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মতে দেশটিতে এরই মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার ৭২৯ জনের। তবে এবার মৃত্যুমিছিল থেকে হয়তো রক্ষা পেতে চলেছে আমেরিকা।
শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৮২ জনের। এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে এটাই আমেরিকায় একদিনে সর্বনিম্ন মৃত্যু। গত কয়েকদিন ধরে আমারিকায় মৃত্যু হচ্ছে প্রতিদিন গড়ে ৮০০ জনের।
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। রবিবার রাত (স্থানীয় সময়) পর্যন্ত আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯৩ হাজারেরও বেশি।
করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এত মৃত্যুর পাশাপাশি ধাক্কা খেয়েছে মার্কিন অর্থনীতি। লাফিয়ে বাড়ছে বেকারত্ব।
সূত্র- টেলিগ্রাফ ইউকে।