সুনামগঞ্জের ছাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মানস তালুকদারসহ আরো ১৬ জনের শরিরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
রবিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নাসাল ও সোয়াব পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়।
এনিয়ে এ উপজেলায় তিনজন চিকিৎসকসহ ১৬১ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন মৃত্যুবরণ করেছেন ও ৯ জন সুস্থ হয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে পাঁচজন শহরের মন্ডলীভোগ, ৩ জন কালীবাড়ী, ৩ জন রহমতবাগ, ২ জন দক্ষিণ বাগবাড়ী, ১ জন চরের বন্দ এলাকার ও আরেকজন ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।