ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

অনন্য এক কওমি মাদরাসা

Link Copied!

বর্তমান বিশ্ব যখন করোনা মহামারি নিয়ে মানুষ চরম আতংকিত । বাবা ছেলের লাশ গ্রহন করছে না। ছেলে বাবা মা র লাশ গ্রহন করছে না। সেই সময়েও একের পর এক মানবতার উজ্জল দৃষ্টান্ত স্তাপন করে যাচ্ছে।

সারা বাংলাদেশে আলোচিত তাছলিমা নাছরিন বিরোধী আন্দোলনসহ সকল ইসলামী আন্দোলন সংগ্রামের আপোষহীন বীর সিপাহসালার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রাহমান (রা.) এর প্রতিষ্ঠিত জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেট।

প্রিন্সিপাল (রহ.) সুদৃঢ় চিন্তায় শুরু থেকেই মাদারাসাটি অনন্য ভাবে যাত্রা শুরু করে। দ্ধীনী শিক্ষার পাশাপাশি দেশ বিদেশে আর্ত মানবাতার সেবায়ও বিশেষ অবদান রাখছে এই প্রতিষ্ঠানটি।

যার বাস্তবতা বর্তমান করোনা মহামারিতে সকল স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সরকারী নির্দেশনায় সাময়িক বন্ধ থাকায় কোনো ধরনের কার্যক্রম চালাতে পারছে না।

করোনা উপসর্গ নিয়ে যদি কোনো রোগী মারা যায় তাহলে তার দাফন কাফন সহ নানা বিধি সমস্যায় পরতে হয় সেই পরিবারকে।

(জামেয়ায় করোনায় মৃত ব্যাক্তির গোসল কালে)

তাই প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মৃতদের ব্যাক্তিদের লাশ জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার লাশ গোসলাখানায় সেবা দিয়ে যাচ্ছে।
মানবতার সেবায় জামেয়া সবসময় যে কোন পরিস্থিতিতে আছে থাকবেও ইনশাআল্লাহ।
বর্তমান পরিস্থিতিতে জামেয়ার লাশ গোসলখানা সকলের জন্য উম্মুক্ত রাখায় জামেয়ার বর্তমান প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা হাফিজাহুল্লাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

লেখক : ক্বারী শহীদ আহমদ
সাবেক ছাত্র জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার, সিলেট।