বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব তাজউদ্দীন সিকান্দার, প্রধান উপদেষ্টা জনাব শামসুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দিন ,বাহরাইন বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম মহোদয়ের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন।
(তাজ উদ্দীন সিকান্দার ও ড.নজরুল ইসলাম)
নবনিযুক্ত রাষ্ট্রদূত মহোদয় ওয়েলফেয়ার প্রতিনিধিদেরকে প্রায় দেড় ঘণ্টা সময় দিয়ে বাহরাইন প্রবাসীদের কল্যাণে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, এবং বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সকল সদস্যদের প্রশংসা করে রাষ্ট্র্রদূত মহোদয় বলেন, বিদেশের মাটিতে করোনাভাইরাস পরিস্থিতিতে বাহরাইন প্রবাসীদের জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সদস্যরা বিভিন্ন ভূমিকা পালন করেছেন তা অবশ্যই প্রশংসনীয়।রাষ্ট্রদূত মহোদয় সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাষ্ট্রদূত মহোদয়, সকল প্রবাসীদেরকে বাহরাইন সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম মেনে চলার আহ্বান জানান।
বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটি বাহরাইনের পরিবারের পক্ষ থেকেও রাষ্ট্রদূত মহোদয়কে এবং মিশনের সবাইকে ধন্যবাদ জানান।