ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে দুস্কৃতিকারীর হামলায় ব্যবসায়ী গুরুতর আহত!

স্টাফ রিপোর্টার, মনির হোসেন
জুন ৯, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমান মহামারীতে সবাই যখন উদ্বিগ্ন এমনই পরিস্থিতিতে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আক্তারুজ্জামান তার ব্যবসা প্রতিষ্ঠান কাম্পু-পিকেনো এলাকায়া ভবঘুরে কৃষ্ণাঙ্গ দ্বারা গতকাল ৮ই জুন বিকাল আনুমানিক ৬ ঘটিকার সময় হামলার শিকার হন।, বর্তমান প্রেক্ষাপটে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকায়, ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের সময় মাস্ক ব্যবহারের ব্যতীত প্রবেশ করতে না দেয়ায়, উক্ত ভবঘুরে কৃষ্ণাঙ্গ গ্রুপটি সাঙ্গ পাঙ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত জান্নাত মিনি মার্কেট এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান এর উপর অতর্কিত হামলা চালায়, উক্ত হামলায় জনাব মোঃ আক্তারুজ্জামান গুরুতর আহত হন , তিনি মাথায় আঘাত প্রাপ্ত হন প্রচুর রক্তক্ষরণ হয়।

জরুরী বিভাগের লোক এসে অ্যাম্বুলেন্স করে তাকে রাজধানীর অন্যতম শান্তা মারিয়া হাসপাতালে ভর্তি করেন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আঘাত গুরুতর হলেও তার অবস্থার উন্নতি হচ্ছে, তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ইনভেস্টিগেশন এর জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করেন এবং খুব শীঘ্রই চিহ্নিত অপরাধী কে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।

উল্লেখ্য যে জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান ২০১৫ সাল থেকে পর্তুগালের রাজধানী লিসবনে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন তার মিনি সুপার মার্কেট এবং পরিবহন ব্যবসা রয়েছে।