হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাত আটটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উনার ছেলে আনাস মাদানী দৈনিক ডাক বাংলা ডটকমকে মুঠোফোনে বলেন, বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
শাহ আহমদ শফী হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক। ২০১৩ সালে ১৩ দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম গঠনের মাধ্যমে মাঠে নেমে দেশে বিদেশে আলোচনায় আসেন তিনি।