বেলজিয়াম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার বিকেলে বেলজিয়াম আওয়ামী লীগের এর কার্যালয়ে সংবাদ সন্মেলনে জনাব আরিফ বলেন সরকার সবসময় জনগণের পাশে আছে।
ওই প্রেস মিটিং করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তা করায় এবং সহায়তা অব্যাহত রাখায় সশস্ত্র বাহিনীসহ সরকারি সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান
এ সময় অনলাইন টিভি চ্যানেল স্বাধীন টিভির সাংবাদিক এর প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা সঙ্কট মোকাবেলায় কয়েকটি ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকেও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সর্ব ইউরোপ আওয়ামী লীগ এর পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ সহায়তা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
আমরা বেলজিয়াম আওয়ামী লীগ এর পক্ষ থেকেও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক কাজ করবো।
দেশবাসীকে ধৈর্যের সঙ্গে এই সঙ্কট মোকাবেলা করার আহ্বান জানিয়ে বেলজিয়াম আওয়ামী লীগ এর এই মুখপাত্র বলেন, বিভিন্ন দেশ বাংলাদেশের কাছ থেকে করোনা সঙ্কট মোকাবেলায় সহযোগিতা চায়।
সুরক্ষা ও চিকিৎসা সামগ্রির ঘাটতি নেই করোনা ভাইরাসে ভীত না হওয়ার জন্য পরামর্শ দেন জনাব আরিফ।
তিনি বলেন করোনা ভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে। আপনার পরিবারের সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়।
আপনি, পরিবারের সদস্যগণ এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।