Dhaka ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আমি আসছি, দেখা হবে বাংলাদেশ


নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের এই মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার আজ শনিবার বাংলাদেশে ফিরেছেন। নিউ ইয়র্কের আলোচিত এই বীরযুদ্ধা ডাক্তার এবার নিজের মাতৃভূমির মানুষকে করোনা থেকে বাঁচানোর যুদ্ধে শামিল হবেন তিনি। আজ দেশে ফিরে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমি আসছি, দেখা হবে বাংলাদেশ।

ডা. ফেরদৌসের সেই স্ট্যাটাসটি দৈনিক ডাক বাংলা ডটকমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
কি লাভ এত করে? মানুষ প্রায়ই আমাকে এই প্রশ্নটি করে। আমি উত্তর দেই না। আমি মনে মনে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা সত্যিই অভাগা। ভালোবাসার টান, মায়ের প্রতি, দেশের প্রতি; সেটি তোমরা মনে হয় অনুভব করতেই পারলে না।

অনেকেই বলেন, এই টাকা দিয়ে তুমিএকটা ব্যবসায় করতে পারতে, একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারতে কিংবা জমাতে পারতে।
তখনো আমি একই উত্তর দেই, বোকার স্বর্গে আছো তোমরা। দুনিয়াতে মায়ের পাশে দাঁড়ানোর ক্ষমতা বা সুযোগ সবার আসে না।

আমি সেই ভাগ্যবান মানুষদের একজন হতে চেয়েছি, যারা দেশ মাকে ভালোবেসে, দেশকে ভালোবেসে বোঝাতে চেয়েছি:ভালোবাসা অমূল্য।
বড্ড ভালোবাসি মা তোমায়। আর তাইতো এই সামগ্রীগুলো দেশের সম্মুখসারির যোদ্ধাদের জন্য বড় যত্ন করে নিয়ে যাচ্ছি সাথে করে।
আলো আসবেই। আমি আসছি। দেখা হবে বাংলাদেশ।

About Author Information

মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমি আসছি, দেখা হবে বাংলাদেশ

Update Time : ০১:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০


নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের এই মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার আজ শনিবার বাংলাদেশে ফিরেছেন। নিউ ইয়র্কের আলোচিত এই বীরযুদ্ধা ডাক্তার এবার নিজের মাতৃভূমির মানুষকে করোনা থেকে বাঁচানোর যুদ্ধে শামিল হবেন তিনি। আজ দেশে ফিরে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমি আসছি, দেখা হবে বাংলাদেশ।

ডা. ফেরদৌসের সেই স্ট্যাটাসটি দৈনিক ডাক বাংলা ডটকমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
কি লাভ এত করে? মানুষ প্রায়ই আমাকে এই প্রশ্নটি করে। আমি উত্তর দেই না। আমি মনে মনে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা সত্যিই অভাগা। ভালোবাসার টান, মায়ের প্রতি, দেশের প্রতি; সেটি তোমরা মনে হয় অনুভব করতেই পারলে না।

অনেকেই বলেন, এই টাকা দিয়ে তুমিএকটা ব্যবসায় করতে পারতে, একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারতে কিংবা জমাতে পারতে।
তখনো আমি একই উত্তর দেই, বোকার স্বর্গে আছো তোমরা। দুনিয়াতে মায়ের পাশে দাঁড়ানোর ক্ষমতা বা সুযোগ সবার আসে না।

আমি সেই ভাগ্যবান মানুষদের একজন হতে চেয়েছি, যারা দেশ মাকে ভালোবেসে, দেশকে ভালোবেসে বোঝাতে চেয়েছি:ভালোবাসা অমূল্য।
বড্ড ভালোবাসি মা তোমায়। আর তাইতো এই সামগ্রীগুলো দেশের সম্মুখসারির যোদ্ধাদের জন্য বড় যত্ন করে নিয়ে যাচ্ছি সাথে করে।
আলো আসবেই। আমি আসছি। দেখা হবে বাংলাদেশ।