সিলেটের ২ নং জৈন্তিয়া পুর ইউনিয়ন পরিষদের গণ মানুষের নেতা,সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলমগীর হোসেন করোনা পজিটিভ, গত মে মাসের ২৯ তারিখে কোনো উপস্বর্গ ছাড়াই স্বেচ্ছায় উনি করোনা টেস্ট করান,দীর্ঘ ৮ দিন পর গত শুক্রবার রাত অনুমানিক ৮:৩০ টায় এস এম এস এর মাধ্যমে উনাকে (COVID 19 Positive) নিশ্চিত করা হয়,ফলে বর্তমানে উনি উনার নিজ বাস ভবনে ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ১৪ দিনের জন্য হোম কোয়েরান্টাইন এ আছেন,এবং শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সুস্থ্য আছেন।এজন্য উনি এক বিবৃতিতে দৈনিক ডাক বাংলাকে জানান,অতীতে যেভাবে জনগন উনার পাশে ছিলেন,আজকে ও এই কঠিন সময়ে জনগন যেন উনি এবং উনার পরিবারের পাশে থেকে সাহস দেন,তাছাড়া উনার সু স্বাস্হের জন্য দোয়া চান, যাতে খুব শিগ্রই তিনি আরোগ্য লাভ করে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন, এছাড়া উনি ও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
News Title :
সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলমগীর হোসেন করোনা পজিটিভ
-
স্টাফ রিপোর্টার, মনির হোসেন
- Update Time : ০৬:৩৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- ৪৯২ Time View
Tag :
আলমগীর হোসাইন
Popular Post