করোনা যুদ্ধে আরও একধাপ এগিয়ে গেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা। সোমমবার (১জুন) কোভিড ১৯ কে পরাজিত করে সুস্থ হয়েছে গোলাপগঞ্জের পৌরসভার টিকরবাড়ির গ্রামের একই পরিবারের আরও ১২ জন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
সোমমবার রাতে (১ জুন ) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিসর চৌধুরী।
মনিসর চৌধুরী জানান, নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন সুস্থ। বর্তমানে আরেকজন করোনা আক্রান্ত রোগী এখনো হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে ঐ বাড়ির প্রথম আক্রান্ত বৃদ্ধ আব্দুল করীম সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলোশেন থেকে সুস্থ হয়েছেন। হোমকোয়ারেন্টাইনে সুস্থ হওয়া ১২ জনের মধ্যে ৬ জন মহিলা, ২ টি শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন।
সুস্থ হওয়া ঐ বাড়ির সকলকে বাইরে বের হওয়ার সময় মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৫০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন আজকের সহ মোট ১৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১জন।