করোনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। ‘কভিড-নাইন্টিন ইন বাংলাদেশ’ নামের ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন অহিদুজ্জামান ডায়মন্ড। প্রধান চরিত্র করছেন বাপ্পী চৌধুরী ও অধরা খান। কমলাপুর রেলস্টেশন ও ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে সিনেমাটির। অধরা বলেন, ‘করোনা আমাদের জীবনকে থমকে দিয়েছে। কিছুটা শিক্ষাও পেয়েছি আমরা। এই সিনেমার গল্পটি শিক্ষণীয়। বাপ্পীর সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আশা করছি সবার ভালো লাগবে।’ পরিচালক বলেন, ‘ছবির বাংলা নাম এখনো ঠিক করিনি। করোনার পর সব কিছু স্বাভাবিক হলে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক ডায়মন্ড এর আগে ‘নাচোলের রানী’, ‘গঙ্গাযাত্রা’সহ বেশ কিছু ছবি নির্মাণ করেছেন।