ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে ৬৭ বছরের বৃদ্ধের করোনা জয়

Link Copied!

সিলেটের গোলাপগঞ্জের পৌরসভার টিকরবাড়ির গ্রামের ১ম করোনা আক্রান্ত ৬৭ বছর বয়সী বৃদ্ধ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বৃহস্পতিবার (২৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।তিনি বলেন, টিকরবাড়ি এলাকায় প্রথম আক্রান্ত বৃদ্ধ আব্দুল করীম সুস্থ হয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১৫ চিকিৎসাধীন থেকে আজ করোনা মুক্ত হয়ে তিনি বাড়ি ফিরে আসেন।উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৩৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন আজকের সহ মোট ৪জন এবং মৃত্যুবরণ করেছেন ১জন।