গোটা বিশ্বে এক মহামারি করোনাভাইরাস নামে একটা রোগ আতঙ্ক ছড়িয়েছে।
বর্তমানে চিন,ইতালি,ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এমন কি বাংলাদেশ ও ছড়িয়ে পড়েছে।এই মহামারী করোনাভাইরাস এর কারনে বাংলাদেশ সরকার সচেতনতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।কিন্তু আামাদের দেশের কিছু অসচেতন মানুষের কারণে বাংলাদেশ হুমকির মুখে পড়তে হচ্ছে।করোনা ভাইরাসের কারণে সারা দেশ যেখানে আতঙ্ক,সেখানে মানুষ ঈদে শপিং নিয়ে ব্যাস্ত!এর মধ্যে আমাদের কানাইঘাটের অবস্থা ভালো নয়!যেখানে কয়েকদিন আগে কোনো রোগী ছিলেন না,সেখানে আজ ২০/২২ জন করোনাভাইরাসে আক্রান্ত।এর মধ্যে ৪/৫ জন আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ,বা সুনামগঞ্জ ফেরত।এর পরেও থামছে না কানাইঘাটের মানুষের অসচেতনতা। বর্তমানে বাজারে পুরুষ এবং নারী উভয়ই ঈদের শপিং নিয়ে ব্যাস্ত।আল্লামা মুসাহিদ রহঃ সৃতি বিজড়িত কানাইঘাট আজ মৃত্যুর মুখে পড়তে হচ্ছে।এই রোগ টা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ অর্থাৎ একজন আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে কোনো সুস্থ ব্যাক্তি আসলে তার মধ্যে ছড়ানোর সম্ভাবনা থাকে ।সবাই জরুরি প্রয়োজন বা ঈদের শপিং না করে যদি ঘরে থাকতো তাহলে এই মহামারী থেকে একটুও হলে বেঁচে যেত।বর্তমান কানাইঘাটের এই অবস্থা দেখে মনে হচ্ছে যে, কানাইঘাট বাসী মৃত্যুর মিছিলের জন্য অপেক্ষা করছে।বেঁচে থাকলে ঈদ আরো পাবেন,আগে নিজে বাঁচেন, পরিবার কে বাচান,দেশকে বাচান। আমরা সবাই ঘরে থাকি,সুস্থ থাকি নিজে সুস্থ থাকি দেশ কে সুস্থ রাখি।
লেখকঃ আব্দুল্লাহ হোসাইন (রানা) সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
৩নং দিঘীরপার ইউনিয়ন কানাইঘাট সিলেট
News Title :
লাশের মিছিলের জন্য অপেক্ষা করছে কানাইঘাটবাসী!
-
নিজস্বপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা ডটকম
- Update Time : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- ২৬৬ Time View
Tag :
কানাইঘাট