গোলাপগঞ্জে করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া গরীব ও দুঃস্থ লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ ২১ মে বৃহস্পতিবার উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের (ক্লাব এলাকা) আলহাজ্ব ডাঃ মোঃ ইসমত আলী ও মৌরুনেছা মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে এ নগদ অর্থ বিতরণ করেন।আমেরিকা প্রবাসী ও ট্রাস্টের ফাউন্ডার কিডনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাঃ সিদ্দিকুর রহমান’র আর্থিক সহযোগীতায় স্থানীয় এলবি গ্রীণ ফ্লাওয়ার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিত দুরত্ব বজায় রেখে এ অর্থ বিতরণ করা হয়।
অর্থ বিতরণে উপস্থিত ছিলেন ট্রাস্ট্রের সভাপতি হাফিজুর রহমান তারেক, স্কুলের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, বিষ্টি রাজনীতিবিদ ও বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ হাবিবুর রহমান,মৌলানা কয়ছর আহমদ,মাষ্টার নোমান আহমদ,উপজেলা ছাত্রলীগ নেতা সাজিদুর রহমান,বদরুল ইসলাম, যুবলীগ নেতা এফ নোমান, রাসেল, এম হাসান আহমদ,জুয়েল আহমদ ও সাজিদুর রহমান বকুল।
এসময় লক্সণাবন্দ,ঢাকাদক্ষিণ,ভাদেশ্ববর সহ বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ লোকদের মধ্যে নগদ প্রায় ৮লক্ষ টাকা বিতরণ করা হয়।