ঢাকাবুধবার , ২০ মে ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনের রাজার কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এর পরিচয় পত্র পেশ

Link Copied!

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম বাহরাইনের মহামহিম রাজা শেখ হামাদ বিন ঈসা আল খলিফার কাছে আজ তাঁর পরিচয়পত্র পেশ করেন। রাজা শেখ হামাদ অত্যন্ত আন্তরিকতার সাথে তাঁর পরিচয় পত্র গ্রহণ করেন এবং তাঁর সাথে কুশলাদি বিনিময় করেন। ড. নজরুল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পবিত্র রমজান ও ঈদের শুভেচ্ছা বার্তা রাজার কাছে পৌঁছে দেন এবং এবং দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে , বিশেষ করে বাণিজ্য উন্নয়ন ও অভিবাসী কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দু’দেশের কৃষ্টি ও সংস্কৃতির বিশেষ দিকগুলো উল্লেখ করে তিনি পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। রাষ্ট্রদূত বাহরাইনের মহামহিম রাজাকে করোনা মহামারীতে তাঁর সাধারণ ক্ষমা ও বন্দিমুক্তি বিষয়ক মানবিক সিদ্ধান্তের ব্যাপারে আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাহরাইনে বিশাল সংখ্যক বাংলাদেশীদের সর্বাঙ্গীন কল্যাণ কামনায় তার সহযোগিতা কামনা করেন। মহামহিম রাজা শেখ হামাদ তাকে তাঁর সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, যুব ও ক্রীড়া বিষয়ক সুপ্রিম কাউন্সিলের সভাপতি এবং রাষ্ট্রাচার প্রধান।

dak bangla logo