আজ মানামা অবস্হিত বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সুসংবাদ জানায়। দৈনিক ডাক বাংলা ডটকম এর পাঠকদের সুবিধার্থে হুবহু তা তোলে ধরা হলো:
বাহরাইন প্রবাসীদের সকলেই অবগত আছেন যে, পাসপোর্ট নবায়ন এবং মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট এর বিষয়ে দূতাবাস ভার্সেটিলো নামের একটি আউটসোর্সিং কোম্পানির সাথে চুক্তি করেছে। ভার্সেটিলো ২০ মে ২০২০ তারিখ দুপুর ৩ টায় বুদাইয়া তে তাদের ২টি শাখা থেকে কাজ শুরু করবে। এরপর হতে তাদের অফিসের সময়সূচি হবে সকাল১০টা থেকে সন্ধ্যা ৬টা।
— নিচে তাদের বুদাইয়ার দুটি শাখা অফিসের ঠিকানা দেওয়া হল:
১. Building 1200
Budaiya Highway
Office 15
Block 426 Jidaiyas
২. Villa 141
Road 18
Block 518
Barbar
— কিভাবে ভার্সেটিলোর সাথে আপনার যোগাযোগ হবে ?
ক. আপনারা ভার্সেটিলোর নিচের ৪টি হোয়াটসঅ্যাপ ফোন নম্বরের যেকোন ১টিতে আপনার সিপিআর নম্বর ও মোবাইল নম্বর প্রেরণ করুন।
+973 3384 7001
+973 3452 5721
+973 3329 5005
+973 3333 5293
খ. ভার্সেটিলো থেকে আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ফিরতি নম্বর পাঠানো হবে। এবং আপনাদের সাথে যোগাযোগ করেে জানানো হবে আপনি কখন বা কয়টার সময় সেখানে আপনার কাগজপত্রসহ উপস্থিত থাকবেন।
গ. ভার্সেটিলোতে যাওয়ার পরে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ এসএমএস দেখে ওই নম্বরটি চেক করে আপনাকে সেবা দেওয়া হবে।
ঘ. আপনারা আপনাদের মোবাইলে কোন ফিরতি এসএমএস বা নম্বর না পেলে ভার্সেটিলোতে যাবেন না।
— ভার্সেটিলো থেকে এমুহুর্তে কি কি সেবা পাবেন?
আপনার হারিয়ে যাওয়া পাসপোর্ট নবায়ন করার জন্য এবং পাসপোর্ট এর মেয়াদ বাড়ানো সংক্রান্ত সেবা পাবেন।
১. আপনাদের যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তারা পাসপোর্টের কপি এবং CPR সহ পাসপোর্টের জন্য নির্ধারিত ফরম পূরণ করে ভার্সেটিলোতে যাবেন।
ফি : ক. শ্রমিক টাইপের জন্য : ১৭ দিনার (বাহারাইন পোস্ট এর সমান)
খ. অন্যান্য পেশাজীবীদের জন্য : ৪৫.৫ দিনার (বাহারাইন পোস্ট এর সমান)
২. আর যাদের পাসপোর্টের মেয়াদ জরুরী ভিত্তিতে ১ বছর মেয়াদ বাড়ানো প্রয়োজন, তারা প্রথমে পাসপোর্ট রি-ইস্যু করার জন্য আবেদন করুন এবং সেই রিসিট বা পে স্লিপ নিয়ে মূল পাসপোর্টটি ২.৫ দিনার সহ জমা দিন। পাসপোর্ট রি-ইস্যু করার জন্য আপনার সুবিধা মত বাহরাইন পোষ্টের মাধ্যমেও আবেদন করতে পারেন, অথবা ভার্সিটিলোর মাধ্যমেও আবেদন করতে পারেন। পাসপোর্টটি জরুরী ভিত্তিতে ১ বছরের মেয়াদ বাড়ানোর জন্য জমা দেয়ার ৫ দিন পর আবার ভার্সিটিলো থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করুন।
ফি : পাসপোর্ট এর মেয়াদ বাড়ানোর জন্য পূর্বনির্ধারিত ২.৫ দিনার দিলেই চলবে। এর জন্য অতিরিক্ত কোনো ফি দিতে হবে না।
আপনারা সকলে সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রেখে আপনাদের সেবা গ্রহণ করুন।
বিজ্ঞপ্তি
দূতাবাস কর্তৃপক্ষ