ঢাকাশনিবার , ১৬ মে ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগে একদিনে আরও ৩০ করোনা রোগী শনাক্ত..

দৈনিক ডাক বাংলা ডটকম অনলাইন
মে ১৬, ২০২০ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বিভাগে নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন সিলেট জেলার, ১১ জন হবিগঞ্জ ও একজন সুনামগঞ্জ জেলার। শনিবার (১৬ মে) রাতে এ তথ্য দৈনিক ডাক বাংলা ডটকমকে নিশ্চিত করেছেন এই তিন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।সিলেটে বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৩০ জনের মধ্যে সিলেটের ১৮ জনের খবর নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। অন্যদিকে হবিগঞ্জে নতুন আক্রান্ত হওয়া ১১ রোগীর তথ্য নিশ্চিত করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান। এছাড়া সুনামগঞ্জে একজন আক্রান্তের খবর নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।সিলেটের নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৪ জনই জেলার গোলাপগঞ্জ উপজেলার জানিয়ে ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত লিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা হয়। যার মধ্যে ১৮টি পজিটিভ আসে। এদের বেশির ভাগই গোলাপগঞ্জ উপজেলার। আর বাকিরা সিলেট নগরের স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই সেবিকা ও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত সেবাদান কেন্দ্র সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১ জন ব্রাদার রয়েছেন। তবে বাকী অন্য জনের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হবিগঞ্জে নতুন আক্রান্ত হওয়া ১১ রোগীর তথ্য নিশ্চিত করে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান বলেন, রাতে ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত করা হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছে। তাদের মধ্যে সদর উপজেলার ৯ জন ও বানিয়াচং উপজেলায় দুইজন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। এদের মধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ বলেও জানান তিনি।এদিন সিলেট বিভাগের আরেক জেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন বলে দৈনিক ডাক বাংলা ডটকমকে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। কিন্তু তিনি কোন ল্যাবের পরীক্ষায় শনাক্ত হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।তবে এদিন বিভাগের মৌলভীবাজার জেলায় নতুন করে কোন করোনা রোগী শনাক্ত করা হয়নি বলে দৈনিক ডাক বাংলা ডটকমকে নিশ্চিত করেছে জেলার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট বিভাগে ৩৮৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ১২৯ জন ও মৌলভীবাজারে ৫৭ জন। সিলেটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন।

dak bangla logo