(ফাইল ফটো)
করোনা ভাইরাসের কারণে সিলেট জেলা পুলিশের নিজস্ব অর্থায়নের বিভিন্ন উপজেলায় ঘরে থাকা অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারকে খুঁজে বের করে তাদের কে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় প্রতিদিন বিভিন্ন উপজেলায় খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে পুলিশের একটি দল। থানার অফিসারে উপস্থিতির মাধ্যমে হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছে। জেলা পুলিশের তাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
বুধবার (১৩ ই মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের এসপি একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান। দৈনিক ডাক বাংলা পাঠকদের সুবিধার্থে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :-
করোনার এই দুর্যোগকালে সিলেট জেলা পুলিশ তার সামর্থের সবটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।
সিলেট জেলা পুলিশের সদস্যদের নিজস্ব অর্থায়নে আমরা বিভিন্ন এলাকায় আমাদের অফিসারদের উপস্থিতিতে নিজেরাই উপহার সামগ্রী দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে আসছি। খাদ্য সামগ্রী বিতরনের এ কর্মসূচিতে আমরা কারো থেকে কোন সাহায্য এবং সহযোগিতা নেই নাই। আমরা অন্য কাউকে দিয়ে আমাদের উপহার সামগ্রী বিতরণ করি নাই অথবা এধরনের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।